বুরহান উদ্দিন মুজাক্কির ।।
দেশব্যাপি ফ্রান্স বিরোধী প্রতিবাদ অব্যাহত রয়েছে। রবিবার (১নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় চাপরাশির হাট পূর্ব বাজার কেন্দ্রীয় দারুস সালাম মসজিদ‘র আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে চাপরাশির হাট । বিক্ষোভ চলাকালে বাজারের কোন দোকান পাট খোলা দেখা যায়নি। সকল পেশা’র মানুষ এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।
সম্প্রতি ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের পাড়া- মহল্লা থেকে খন্ড -খন্ড মিছিল ফ্যাষ্টুন – ব্যানার নিয়ে চাপরাশিরহাট পূর্ব বাজার কেন্দ্রীয় মসজিদে সমবেত হয়। পরে চাপরাশির হাট পূর্ব বাজার থেকে পশ্চিম বাজারের প্রধান সড়কে প্রদক্ষিন শেষে চাপরাশির হাট মধ্যম বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাপরশির হাট পূর্ব বাজার কেন্দ্রীয় দারুস সালাম জামে মসজিদ’র সভাপতি মিজানুর রহমান বাদল’র সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন লিটন, উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামীলীগ সদস্য জহির উদ্দীন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন পাটোয়ারী, চরফকিরা ইউনিয়ন বিএনপি‘র সহসভাপতি হাজী মো: শাহজাহান, মাওলানা মো: ইসহাক প্রমুখ।