ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

nm241124.jpg

জব্দকৃত ভারতীয় পণ্য -ছবি: সংগৃহীত।

ছাগলনাইয়া প্রতিনিধি ।।

ফেনীর সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ নভেম্বর) ফেনীর বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)- এর দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং মধুগ্রাম বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় বিজিবি’র টহল দল বৃহস্পতিবার রাতে চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে এসব এলাকা থেকে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মীরি চাদর, থ্রিপিস, চশমা এবং ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

আনুমানিক এক কোটি ১৮ লাখ ৪ হাজার ৪০০ টাকার জব্দ করা এসব মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top