শেখ ফরিদ বাহার।
ফেনী প্রতিনিধি ।।
১৪ নভেম্বর মঙ্গলবার রাতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তবে তাকে কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র্যাব ও পুলিশ।