ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ফয়েজুল কবির

156166_05.jpg

ফয়েজুল কবির

ফেনী প্রতিনিধি।।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপসচিব একেএম মিজানুর রহমানের স্বাক্ষরিত এক ২ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ফয়েজুল কবির।  আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবির অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন।

তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফয়েজুল কবির সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

গত ৬ সেপ্টেম্বর আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top