ফেনী প্রতিনিধি।।
ফেনী জেলা পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন । ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ রবিবার পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে ।
আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ১৮ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত গত দুইদিনে ৮ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নাল আবেদীন হাজারী , জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন ও খায়রুল বাশার মজুমদার তপন , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাসিরের নাম জানা গেছে ।