ফেনী প্রতিনিধি :;
ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী (গোলাপ মিয়া) সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথম প্রহরে রাত সোয়া দুইটায় ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন৷ তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি প্রথমবার ফেনী জেলা পরিষদের প্রশাসক এবং দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব আজিজ আহমদ চৌধুরী ২০১২ সাল পর্যন্ত প্রায় ১৩ বছর ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ১৯৭৩ সাল থেকে টানা ২৫ বছর।
আজিজ আহমদ চৌধুরী অত্যন্ত সৎ ও ভদ্র একজন মানুষ ছিলেন। প্রচলিত রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির জোয়ারে তিনি গা ভাসিয়ে দেননি। প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী তাঁর ভাই।
আজ সোমবার আসর নামাজ শেষে ফেনী মিজান ময়দানে প্রথম জানাজা এবং মাগরিব নামাজ শেষে তাঁর গ্রামের বাড়ি আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
আজিজ আহমদ চৌধুরীর মৃত্যুতে নোয়াখালী মেইল পরিবার গভীর শোকাভিভূত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।