ফেনীর দাগনভূঞা বহিষ্কৃত ছাত্রদল নেতার হামলায় ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল পন্ড আহত ২০

00.jpg

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি ।।

বহিস্কৃত ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমানের ফটিকের নেতৃত্বে একদল সন্তাসী ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে ২০ মার্চ বিকেলে হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন। ইফতারের পূর্ব মুহূর্ত্বে হামলার কারনে ইফতার করতে আসা শত শত মানুষ দিক বেদিক ছুটতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে হামলার আশংকা থাকায় এর আগে ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন থানা পুলিশকে এমনকি সেনা ক্যাম্পে বিষয়টি অবগত করেন। কিন্তু কোন সহযোগিতা প্রশাসন করেনি বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম।

বিএনপি নেতা সাফি আলাম লাল জানান,সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদর ইউনিয়নের মুকবুলের টেকে গত কাল ১২শত লোকের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিল চলা কালীন ফটিক তার দলবল নিয়ে হামলা চালায়। ফটিকের বাড়ী পৌরসভায়। ইউনিয়নে তার অনুসারীদের আধিপত্য প্রতিষ্ঠা করতেই ফটিক ইউনিয়নে এসে এ হামলা চালায় বলে নেতার অভিযোগ করেন। হামলার কারনে অনেক রোজাদার মানুষ ইফতার করতে পারেনি।

হামলায় আহত হয়েছে ২০ জনের মতো। এদের মধ্যে সরওয়ার,নুর আলম,জাহাঙ্গীর,ফুয়াদ, আহাদ গিয়াস উদ্দিন,মতিন, শাহীন গুরুতর আহত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন এ হামলার নিন্দা জানান। অপরদিকে ফটিক জানান,ইউনিয়ন বিএনপির কর্মিরা তার লোকজনের উপর দেশীয় অস্রসহ হামলা করে তাদেরকে আহত করেছে। দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, উক্ত হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top