ফেনীতে যুবদলের সভাপতি-সম্পাদক আটক

Feni-jubadal.jpg

ফেনী প্রতিনিধি ।।

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ ৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়েছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত আড়াইটার দিকে আটককৃতদের ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়। তবে তাদের কোথা থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top