ফেনী প্রতিনিধি ।।
ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি আটক করা হয়।
১৯ জুলাই মঙ্গলবার ২.৩০ ঘটিকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ যশপুর বিওপি’র টহলদল কর্তব্যরত থাকাকালীন গোয়েন্দা সূত্রে জানতে পায় যে, দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২১৮৮/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন উত্তর যশপুর এলাকায় একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে টহলদল সীমান্ত এলাকায় উত্তর যশপুর নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে মাথায় বস্তা নিয়ে ভারত হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর যশপুর নামক স্থানে আসতে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মালামাল ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
পরে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭ টি বস্তার ভিতর হতে ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ভারতীয় জর্জেট শাড়ি ৪২৮ পিস এবং ভারতীয় লিলেন শাড়ি ১২৪ পিস আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, চোরাকারবারীদেরকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।