ফেনী প্রতিনিধি :।।
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঁইয়া ইউনিয়নের করিম উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা ২০ জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে নারী সমাবেশে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন করিম উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, ইয়ারপুর মহিলা কল্যান সংস্থার সভানেত্রী হোসনেআরা কাউসার এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দাগনভূইয়া উপজেলা সমন্বয়কারী আমজাদ হোসেন। এতে সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী আহসান উল্লাহ।
জেলা তথ্য অফিসার এস.এম.আল আমিন তাঁর বক্তব্যে বলেন ” নারী হলো একটি পরিবারের মূল চালিকাশক্তি। সেই নারী যদি শিক্ষিত ও সচেতন হয় তাহলে সন্তানও শিক্ষিত হবে।প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই”। তিনি তাঁর বক্তব্যে ভবিষ্যতে শিক্ষার প্রকৃতি, ও গুরুত্ব সম্পর্কে আলোচনার পাশাপাশি শিক্ষাদানে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়কে গুরুত্ব দেন।