ফেনীতে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Feni-Bus.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় রবিবার রাতে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। রবিবার রাত সোয়া আটটার দিকে মহিপাল এলাকায় বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, রাত সোয়া আটটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে চলাচলকারী সুগন্ধা পরিবহনের ওই বাসটি সড়কের সামনে বাসটি দাঁড় করানো ছিল।

বাসের সহকারী মো. ফরহাদ জানান, তাঁরা সারাক্ষণ গাড়িতে ছিলেন। কিন্তু রাত সোয়া আটটার দিকে গাড়ি থেকে নেমে একটু বাইরে গেলে দুর্বৃত্তরা ওই সুযোগে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

ফেনী থানা-পুলিশের ধারণা, ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। তবে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘শাসক দলের নেতা-কর্মীরা আগুন দিয়ে এখন বিএনপির নেতা-কর্মী ওপর দায় চাপাচ্ছেন। এটি তাঁদের নতুন কৌশল।’তবে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রবিবার সন্ধ্যায় মিছিল ও পিকেটিং করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সুপার জাকির হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top