দাগনভূঞা প্রতিনিধি ।।
ফেনী দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের খোঁজখবর এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দুর্যোগ সহায়তা টিমের আহ্বায়ক শিব্বির আহমেদ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।