সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হয় না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ৪ মে রবিবার সকালে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা পুরো না হলে অদক্ষ লোক তৈরি হবে, অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবার দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না।
তিনি আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে, সেদিকে নজর দিন। কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হলে শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। শিক্ষার উন্নতি না ঘটলে প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নিতে হবে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার কাকলি শিশু অঙ্গন পরিদর্শন করেন এবং সেখানে শিশু কাননের উদ্বোধন করেন।