পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

map-1.jpg

কোম্পনীীগঞ্জ প্রতিনিধি ।।

আজ রবিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা বাজারসহ এলাকার ৫ কিলো মিটারের মধ্যে ভোর ৬ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সভা ,সমাবেশ ,মানববন্ধন নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে  কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

বসুরাহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদল অনুসারীরা সকাল ১০ ঘটিকায় রংমালা বাজারে একই সময়ে ও একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দিলে এই আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হ্ক মীর ।

বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গত ৬ মাসের টানা আন্দোলন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অপরাজনীতির বিরুদ্ধে। তিনি একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে তাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। এসব নানান ইস্যুতে নোয়াখালীর রাজনীতি অস্থির হয়ে ওঠে। বেশ কয়েক দফায় দু’পক্ষের মারামারির ঘটনাও ঘটে। এমনকি দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক নবীন সাংবাদিকসহ দু’জন। দাবি ওঠে একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার।

এ সময়ে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ হয়ে ওঠে সাবেক জেলা সেক্রেটারী একরামুল করিম চৌধুরীর অনুসারি একটি অংশ। এই দুই পক্ষের অনুসারিরা বার বার একপক্ষ অন্যপক্ষকে আঘাত করেছে। এই নিয়ে মামলা হামলা হচ্ছে প্রতিনিয়ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top