নোয়াখালী জেলা বিএনপি আওতাধীন জেলার সকল কমিটি বিলুপ্ততে তৃণমূলে উল্লাস
নোয়াখালী জেলা প্রতিনিধি ।।
নোয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৬ মে সোমবার দুপুরে জেলা সদর মাইজদীতে আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।
কমিটি বিলুপ্ত ঘোষণা নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা,কর্মী,সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।তৃণমুল পর্যায়ের নেতা-কর্মী সমর্থকরা তাদের প্রতিক্রিয়ায় মতামত প্রকাশ করে বলেন,৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যেসব নেতা লুটপাট, টেন্ডারবাজী, চাঁদাবাজি, অপহরণ, বাস ষ্ট্যান্ড, সিএনজি ষ্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এডহক কমিটি, মসজিদ কমিটি, হাট-বাজার কমিটি দখল, নদী খাল, খেয়াঘাট দখল,চরাঞ্চলের খাস জমি,মৎস্য-পশু খামার দখল,কৃষি জমির টপ সয়েল লুট, অবৈধ বালু উত্তোলন করে পরিবেশ বিপর্যয় এবং সরকারি বনভূমি দখল ও বনের গাছ কেটে পরিবেশ বিপর্যয় সহ নানা জনদুর্ভোগ সৃষ্টির সাথে জড়িত। এসব নেতাদের কারনে বিএনপি ইমেজ সংকটে পড়েছে। তাদেরকে প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে দলের তৃণমূলের নেতা-কর্মী সমর্থকরা।
ষারা এধরণের অনিয়মের সাথে জড়িত এবং বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারীরা যেন কোনো পর্যায়ের নেতৃত্বে আসতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান। এসব নেতাদের ৫ আগষ্টের পূর্বের এবং পরের সম্পদ ও অর্থসম্পদ অর্জনের উৎস সন্ধানেরও দাবি জানান।দলের এজনশক্তি মামলা-হামলার শিকার,ত্যাগী,কর্মীবান্ধব,জনসম্পৃক্ততা এবং জনসমর্থন আছে,এমন যোগ্যদের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আনার আহবান জানান
জানা গেছে, জেলার বর্তমান সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের(৯০ দিন) মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন ৯টি উপজেলা, ৮টি পৌরসভা,৯৩টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব নির্বাচিত করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, সদস্য এডভোকেট আব্দুর রহমান, সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।