বুরহান উদ্দিন মুজাক্কির ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ করে দিবসটি উপলক্ষে বসুরহাট বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ও বসুরহাট পৌরসভা মিলনায়তনে খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ প্রমুখ।