কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় করোনা বৃহস্পতিবার (১৩আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা জিয়াউল হক মীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা জনগণকে সচেতন করতে আরো বেশি কাজ করার প্রতি জোর দেন এবং মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যে কোনো গণপরিবহনে মাক্স পরা বাধ্যতামূলক করা হয়। ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ধ্যা ৮ টার মধ্যে দোকান বন্ধ করার সিদ্ধান্ত হয়। খোলা রাখলেই জেল জরিমানার বিষয়ে কঠোর থাকবে আইনশৃংখলা বাহিনী।