নোয়াখালীর কোম্পানীগঞ্জে মওদুদ আহমেদের নিজ আসনের কমিটি ৯ মাসেও অনুমোদন দেয় নি জেলা বিএনপি

10262231_452410231609488_3163465083068603295_n.jpg

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মওদুদ আহমেদের নিজ আসনের কমিটি অনুমোদন দেয় নি জেলা বিএনপি

বুরহান উদ্দিন মুজাক্কির।।

বিগত দুই যুগ ধরে চলে আসা মওদুদ আহমদের ‘ব্যক্তিগত প্যাডের’ ঘোষিত কমিটি এই প্রথম নোয়াখালী জেলা বিএনপি বিগত নয় মাসেও অনুমোদন করেনি। এর আগে ব্যারিস্টার মওদুদ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি নিজের প্যাডে পাঠানোর পর পরই অনুমোদন দিয়েছিলেন জেলার নেতারা।

মওদুদ আহমদের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০১৯ সালের ১১ নভেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করেন। এতে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ সকলকে বাদ দিয়ে পৌর কমিটির নেতাদেরকে উপজেলায় পদায়ন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির বিশাল একটি অংশ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে মওদুদের ঘোষিত কমিটি বাতিলের দাবি করেন। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করে দু’পক্ষের নেতারা। এমনকি বিক্ষোভকারী বিএনপি নেতারা মওদুদ আহমদকে ‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ নেতা হিসেবে আখ্যা দিয়ে কমিটি বাতিলের জন্য ৭২ ঘন্টার আলটিমেটামও দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদারের সংবাদ সম্মেলন।

এছাড়া বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী যে কোন থানা বা উপজেলা এবং পৌর কমিটি অনুমোদন দেয়ার এখতিয়ার জেলা কমিটির উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত প্যাডে ‘মনগড়া’ একক সিদ্ধান্তের কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন বেশ কয়েকজন সিনিয়র নেতা।

বিএনপির গঠনতন্ত্রের ১২ অনুচ্ছেদের ‘চ’তে বলা আছে, স্থায়ী কমিটি গ্রাম থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে কোন নির্বাহী কমিটি সাময়িক স্থগিত, বাতিল, পুনর্গঠন বা পুনঃনির্বাচনের নির্দেশ দিতে পারবেন। তবে গঠনতন্ত্রের ৬(খ) অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ আছে, থানা ও পৌর কমিটি অনুমোদনের এখতিয়ার একমাত্র জেলা কমিটির।

এদিকে গত নয় মাসেও মওদুদের গঠিত কমিটিগুলো অনুমোদন না হওয়ায় ফুরফরে মেজাজে আছে এ নিয়ে বিক্ষোভকারী উপজেলা বিএনপির নেতারা। তারা ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে মওদুদ বিরোধী একটি বলয় তৈরি করার প্রয়াসও চালাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।

মওদুদ আহমদ কর্তৃক ঘোষিত অননুমোদিত ঝুলন্ত কমিটির সংবাদ সম্মেলন।

সর্বশেষ জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত কমিটির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার। তিনি বলেন, নতুন কমিটি অনুমোদন হওয়ার আগ মূহুর্ত পর্যন্ত আমিই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সেই হিসেবে মাঠ পর্যায়ে দলের জন্য কাজও করছি।

অন্যদিকে মওদুদ আহমদ ঘোষিত অননুমোদিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন। তিনি বলেন, জেলা কমিটি অনুমোদন না দিলেও ব্যারিস্টার মওদুদ আহমদের নির্দেশনা মোতাবেক আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির বিষয়ে জিজ্ঞেস করা হলে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি মঙ্গলবার (১১ আগস্ট) জানান, আমাদের কাছে অনুমোদনের জন্য প্রেরিত নতুন কমিটি পেন্ডিং (অপেক্ষারত) আছে। এখনো অনুমোদন দেয়া হয়নি। তবে বিশ্শব সুত্র বলছে উপরের নির্দেশ মওদুদ আহমেদের প্যাডে ঘোষিত কমিটি কেন্দ্রে পাঠনো হয়েছে।

এদিকে মওদুদ আহমেদ ঘোষিত কমিটির প্রতিবাদে পাল্টা কমিটি ঘোষণা করে স্থানীয় নেতৃবৃন্দ। সেই কমিটিও জেলায় জমা আছে। বিষয়টি তারেক জিয়া পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top