বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীতে ইয়াবা ও গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ী আটক। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ও পৌর হাজীপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবির) আজ পৃথক পৃথক অভিযানে মনির আহাম্মদকে (৩৫), ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইসমাইল হোসেন খোকনকে (২৯), ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবির এস.আই মোহাম্মদ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি কামরুজ্জামান শিকদার স্যারের নির্দেশক্রমে আমিসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ও পৌর হাজীপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মনির আহাম্মদকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইসমাইল হোসেন খোকনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।