নোয়াখালীতে ১২০ শয্যার অক্সিজেন কোভিড হাসপাতাল উদ্বোধন

FB_IMG_1597838065457.jpg

নোয়াখালী জেলা প্রতিনিধি ।।

নোয়াখালীতে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১২০ শয্যার কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় বিশেষায়িত এ হাসপাতাল স্থাপন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সেক্রেটারী  ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রমূখ।

হাসপাতালটিতে কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট। বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোভিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top