নোয়াখালী প্রতিনিধি ।।
মৃত্যুযান মোটরসাইকেল আরো একটি জীবন কেড়ে নিলো। রবিবার ( ১৩ নভেম্বর) দুপুরে মান্নান নগর সড়কে মোটরসাইকেল সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নোয়াখালীর এই সড়ক দুর্ঘটনায় জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল হামিদ (৫৫) নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। তিনি জানান, দুপুরে গ্রামের বাড়ি থেকে মাইজদী হাউজিংয়ে মোটরসাইকেলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টি গভীর শোক প্রকাশ করেছে।
এছাড়া নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আকবর হোসেন সোহাগসহ বিভিন্ন মহল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার গ্রামের বাড়িতে তার জানাজা শেষে দাফন করা হবে।