নোয়াখালীতে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার” শীর্ষক কর্মশালা

FB_IMG_1598711730960.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

শনিবার ২৯ আগস্ট সকাল ১১ টায় নোয়াখালী জেলা পুলিশ আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা ও প্রকাশনা) পুলিশ স্টাফ কলেজ, ঢাকার মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলমগীর মোহাম্মদ ফারুকী।

মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশ, আইনজীবি, বিচারকগণের করণীয় সংক্রান্তে বিদ্যমান আইনের কাঠামোর আলোকে বিভিন্ন মত উপস্থাপিত হয়। আলোচকদের উপস্থাপিত মতামত ও সুপারিশ এ সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত গবেষণায় উপজীব্য ও উপাদান হিসেবে ব্যবহৃত হবে যা ভবিষ্যতে মানুষের ভোগান্তি নিরসনে বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনায় আরও অংশ নেন বিজ্ঞ পিপি, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মিথ্যা মামলার ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top