নোয়াখালীতে প্রথমবারের মত পুলিশ সদস্যদের মাঝে “জিপিএপ” হিসাব বিবরণী বিতরণ

FB_IMG_1599731847359.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল হতে এএসআই পদমর্যাদার ৭৪ জন সদস্যদের মাঝে প্রথমবারের মত জিপিএফ হিসাব স্লীপ বিতরণ করে এক অনন্য নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় পুলিশ লাইন্স হল রুমে জিপিএফ হিসাব স্লীপ বিতরণ শুরু করেন। এত সহজে জিপিএফ হিসাব স্লীপ পাওয়াতে তারা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলার সকল ইউনিটের ৯৩৪ জনের প্রত্যেকের জিপিএফ হিসাব বিবরণী প্রস্তুত করা হয়েছে। জেলার সকল ইউনিটের ইনচার্জদের মাধ্যমে তাদের প্রত্যেকের হিসাব বিবরণী বিতরণ করা হবে। আজ অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ জিফিএফ হিসাব স্লীপ পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। দীর্ঘ চাকুরী জীবনে তারা কখনও হয়রানি ব্যতীত এত সহজে জিপিএফ হিসাব স্লীপ পায়নি।

পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিঃপুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব দীপক জ্যোতি খীসা, অতিঃ পুলিশ সুপার(সদর) খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহাজাহান শেখ পিপিএম, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদ হোসেন’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।

পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান অনেক পুলিশ সদস্য তাদের জিপিএফ ফান্ডের কত টাকা জমা আছে তা তাদের জানা থাকতো না। জেলা পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলার সকল পুলিশ সদস্যদের জিপিএফ হিসাব বিবরণী প্রস্তুত করেছেন। পুলিশের কল্যাণে যে কোন প্রস্তাব পেলে তা তিনি বাস্তবায়নে বদ্ধপরিকর। তাছাড়া পুলিশ সদস্যদের কল্যাণে শতভাগ উদারতার মাধ্যমে তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি সকল পুলিশ সদস্যদেরকে মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার এ স্লোগানকে বাস্তবায়ন করতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top