নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলার সবকয়টি উপজেলায় একযোগে বৃক্ষরোপন কর্মসূচী

FB_IMG_1598860083879.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী জেলার প্রতিটি বাড়ির আঙ্গিনায় একটি করে ফলদ গাছের চারা লাগানোর কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা কারাগারের ভিতরে ও আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, জেল সুপার ফণী ভূষন দেবনাথ, সমাজসেবা উপ পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া একই দিন নোয়াখালীর সব কয়টি উপজেলায় ও ইউনিয়নেে একযোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। তারই আলোকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহীর কার্যালয়ে সকাল ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর এই কর্মসূচী পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top