নোয়াখালীতে ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

FB_IMG_1600785053926.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে ছোট ভাই সামছুদ্দিন ইলিয়াছকে হত্যার দায়ে বড় ভাই মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমদ জুয়েল জানান, ২০১০ সালে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের পূর্ব পরিকল্পনা অনুসারে ছোট সামছুদ্দিন ইলিয়াছকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় । পরে নিহতের বড় ভাই ও তার সহযোগিরা এলাকায় প্রচার করে ডাকাত দল ডাকাতি করার সময় এ হত্যাকান্ড ঘটিয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের কোন সদস্য মামলা না করায় তৎকালীন কবিরহাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো.রবিউল হক কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামি মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top