নোয়াখালীতে নতুন করে আরো ৭৮ জন করোনায় আক্রান্ত

noakhali-k.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৮জন। এ ছাড়াও জেলার কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোশারেফা আরা খাতুন (৭৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৬জন। বুধবার ( ৫ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি আরও জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন। যার মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯, সুবর্ণচরে ৩, বেগমগঞ্জে ১৩, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ১, সেনবাগে ৫, কোম্পানীগঞ্জে ১৫ ও কবিরহাট উপজেলায় ৭জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৭৩জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৮৯ এবং আইসোলেশনে রয়েছেন ৮১৮ জন রোগী।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৬৫৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ২৬৭ জনের মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top