নদী ভাঙন রোধে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই : লক্ষ্মীপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

IMG_20200918_114413.jpg

All-focus

রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর।।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক এমপি বলেছেন, নদী ভাঙন রোধে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এক্ষেত্রে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। কিন্তু নদী শাসনে জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর ভাঙন কবলিত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, মেঘনার ভাঙন রোধে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি এলাকায় ২৫০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ অঞ্চলের মানুষের দাবি অনুযায়ী আরও ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩২ কিলোমিটারের একটি স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একনেকে প্রকল্পটি পাশ হলে আগামী বর্ষা মৌসুমের আগেই বেড়ীবাঁধ নির্মাণ কাজ শুরু করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, রামগতি উপজেলা চেয়ারম্যান শরাপ উদ্দিন সোহেল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিএনপি সরকারের এমপি-মন্ত্রীরা নদী ভাঙন কবলিত এলাকা গুলো পরিদর্শনেও সাহস পায়নি। কিন্তু আমাদের সাহস আছে। কারণ আওয়ামী লীগ সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে উন্নীত করেছি। এ ধারাবাহিকতায় আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে উন্নীত হবে।

পরে মেঘনা নদীর ভাঙন কবলিত রামগতি উপজেলার সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এর আগে একদিনের সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে লক্ষ্মীপুরে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top