দাগনভূঞায় ২টি সন্ত্রাসী হামলা। ব্যবসায়ী আহত, সীমানা দেয়াল পুরোপুরি ধ্বংস

474257975_122128597868402735_4541502507169727722_n.jpg

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি ।।

ফেনীর দাগনভূঞায় ১৯ জানুয়ারি রবিবার ২টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শহরের ইব্রাহিম পেট্রোল পাম্পে চাঁদা না দেয়া পাম্পের মালিক বাদশাকে কুপিয়ে মারাত্মক যখম করেছে সন্ত্রাসীরা।

রবিবার রাত ১০ টার সময় আলাইয়াপুর গ্রামে এ হামলায় আহত সাইফুল ইসলাম বাদশা জানান, পৌরসভার উদরাজপুর গ্রামের শাহিন তার পাম্পে এসে মোটরসাইকেলে ৫শত টাকার তেল নিয়েছে কিন্তু টাকা দেয়নি। উল্টো ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তার সাথে তর্ক হয়, পরে রাতে বাড়ী যাওয়ার সময় বাড়ীর দরজায় তাকে গতিরোধ করে কুপিয়ে মারাত্বক আহত করে শাহিন ও তার সহযোগীরা।

এ ঘটনায় বাদশা মামলার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান। অপরদিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আমিন উদ্দিন হাজী বাড়ীতে রবিবার ভোরে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বহিরাগত সন্ত্রাসীরা একই বাড়ীর মোশাররফ হোসেনের নেতৃত্বে উক্ত বাড়ীর প্রান্স প্রবাসী বেলাল হোসেন খোকার বসত বাড়ীর সীমানা দেয়াল পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছে।

সাবেক ওয়ার্ড মেম্বার নবাব সলিম উল্লাহ ও এলাকার সালা উদ্দিন জানান, প্রবাসী বেলাল হোসেন থেকে জোর করে জায়গা দখল নিতে এ সন্ত্রাসী হামলা করেছ মোশাররফ হোসেন। ঐ এলাকার পুলিশ পাঁড়ির ইনচার্জ এস আই তামিম বলেন, হামলা কারী মোশাররফ হোসেন কে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top