মোহাম্মদ আলমগীর ননী ।।
ফেনীর দাগনভূঞা উপজেলার ২টি ইউনিয়নের প্রশাসক নিয়োগ না থাকায় চরম ভোগান্তির মধ্যে রয়েছে ঐ দুই ইউনিয়নের শত শত নাগরিক সেবা প্রার্থীরা। ইউনিয়ন ২টি হচ্ছে, রামনগর ইউনিয়ন এবং সদর ইউনিয়ন পরিষদ। গত বছরের ২০ এবং ২৩ ডিসেম্বর উক্ত দুই ইউনিয়নের মেয়াদকালও শেষ।
ইউনিয়ন পরিষদ সূত্র ও ভোগান্তিতে থাকা মানুষ জন্য থেকে জানা যায়,দাগনভূঞা উপজেলায় ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা। পৌরসভায় এবং ৭টি ইউনিয়নে প্রশাসক থাকায় কাজ কর্ম কিছুটা স্বভাবিক থাকলেও প্রশাসক বিহীন উক্ত দুই ইউনিয়নে সেবা গ্রহীতারা রয়েছন চরম ভোগান্তিতে।
গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন আওয়ামী লীগের উপজেলা সভাপতি। তিনি পলাতক। সদর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ৫ আগষ্টের হত্যা মামলার আসামী। বর্তমানে কারাগারে বন্দী আছেন।
উক্ত দুই ইউনিয়নের মেয়াদও নেই,যে কারনে প্রশাসক নিয়োগের জটিলতায় পড়ে সেবা গ্রহীতারা পড়েছেন চরম বিপাকে। সদর ইউনিয়নের কম্পিউটার অপারেটর আবু ছায়েদ জানান,জন্ম সনদ,নাগরিক সনদ সহ সব রকমের সেবা থেকে বঞ্চিত হওয়াই মানুষ ইউনিয়ন পরিষদে এসে গালাগালি করে চলে যায়। উপজেলা ইউএনও স ম আজহারুল হক জানান, জেলা প্রশাসক বরাবরে মেয়াদোত্তীর্ণ উক্ত দুই ইউনিয়নের বিষয়ে অবহিত করা হয়েছ। নির্দেশনা আসলে সমস্যা শেষ হবে।