ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, সাংবাদিক নির্যাতন ও চাকরীচ্যুতির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

2-4.jpg

নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

নোয়াখালী প্রতিনিধি ।।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদরা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং করোনার দোহাই দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সাংবাদিকদের ছাঁটাই করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। প্রায় ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়।

জেলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন আকাশ মোহাম্মদ জসিম। এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ্ এমরান মোহাম্মদ ওসমান সুজন, নাসির উদ্দিন বাদল, এম.বি আলম, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, তাজুল ইসলাম মানিক, আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিক, নাছির উদ্দিন শাহ নয়ন, মাওলা সুজন, ফয়েজুল ইসলাম জাহান, মোঃ সোহেল,আসাদুজ্জামান কাজলসহ অনেকে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবী জানান।

এ ছাড়া নোয়াখালী প্রেসক্লাবের দীর্ঘদিন পর্যন্ত কোনো কমিটি না থাকাসহ ক্লাবের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top