কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু সাইফা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাইফা বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এসময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকচালক মো. আলমগীরকে (৪৫) আটক করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।