জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল প্রিন্ট কপি এখন বাজারে

1.-Page-1-16-scaled.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

বৃহত্তর নোয়াখালীবাসীর মুখপত্র বলে খ্যাত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল পত্রিকা ২৮ মে ২০২২-১১ জুন ২০২২ সংখ্যা এখন বাজারে।

১৬ পৃষ্ঠার উন্নত মানের কাগজে রঙ্গিন ছাপার দৃষ্টিনন্দন কাগজটি আপনার পরিবারের কাগজ হতে পারে। শুধুমাত্র খবর নয়, খবরের অন্তরালের খবর নিয়ে প্রতি ১৫ দিন পর পর পাঠকের হাতে তুলে দিচ্ছে পত্রিকাটি  নোয়াখালী মেইল সম্পাদনা পরিবার।

বৃহত্তর নোয়াখালীর কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সাংস্কৃতিসহ প্রতি ১৫ দিনের চলমান ঘটনা ও ঘটনার পিছনের ঘটনা নিয়ে আপনার চোখের সামনে নিয়ে আসছে পত্রিকাটি। আপনার কপির জন্য আপনার এলাকার হকার বা পত্রিকা এজেন্সিকে বলে রাখুন। না হলে আমাদের জানান।

আপনার জেলা শহর-উপশহরকে জানতে চোখ রাখুন নোয়াখালী মেইল পত্রিকার প্রিন্ট কপি ও অনলাইনে ।

ইচ্ছে করলে আপনিও লিখতে পারেন নোয়াখালী মেইল এ। আপনার আশপাশের ঘটনা, যা আপনি মনে করছেন সবাইকে জানানো দরকার। জানিয়ে দিন নোয়াখালী মেইল পত্রিকা ও অনলাইনের মাধ্যমে। যদি সাথে থাকে একটি ভালো রেজুলেশনের এনড্রয়েড ক্যামরা মোবাইল। তাহলে আপনিও সাংবাদিক। তবে এক্ষেত্রে সততা বড় বেশি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top