বক্তব্য রাখছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জিয়াউল হক জিয়া।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শফিউল বারী বাবু’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নোয়াখালী’র কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। গত সোমবার (১০ আগষ্ট) দুপুর ১টায় উপজেলার বসুরহাট উত্তর বাজার গ্র্যান্ড হোটেলে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মানিক এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু ছায়েদ ভূঞা, মহি উদ্দিন, আবদুল্লাহ খান, আবদুর রাজ্জাক, চরকাঁকড়া ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ উল্যাহ, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইমাম হোসেন সবুজ, উপজেলা যুবদল সদস্য নিজাম উদ্দিন সবুজ, মোবারক হোসেন মুহিত, রামপুর ইউনিয়ন যুবদলের সদস্য আজগর হায়াত, সাবেক ছাত্রদল নেতা নুর নবী বাবুল, উপজেলা ছাত্রদল সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, মুজিব কলেজ ছাত্রদল নেতা মোঃ হৃদয় প্রমুখ।
শোক সভার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।