কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মাইক্রো কার মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ বুধবার আর ডি শপিং মলের নির্ঝর কনভেনশন হলে সমিতির সভাপতি বিএনপির নেতা জামাল উদ্দিন টিপুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সহ-সভাপতি মাঈন ইউ ফারুকী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, বসুর হাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাসেল,ও সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ প্রমুখ।
সমিতির সভাপতি দক্ষ সংগঠক জনাব জামাল উদ্দিন টিপুর প্রচেষ্টায় এবং সমিতির উদ্যোগে ৬০০ রোজাদরকে ইফতার করিয়ে বেশ প্রশংসা অর্জন করেছে।