বুরহান উদ্দিন মুজাক্কির ।।
মো. জিয়াউল হক মীর। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদ্য যোগদানকারী নতুন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)। তিনি গত ৯ আগস্ট উপজেলা নিবার্হী অফিসার পদে কোম্পানীগঞ্জ উপজেলা যোগদান করেছেন। এর আে তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে বদলী হয়ে সাবেক ইউএনও ফয়সাল আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
নবনিযুক্ত ইউএনও মো. জিয়াউল হক মীর এর আগে জামালপুর জেলার এনডিসি, চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নিবার্হী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন।
ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্সে ১ম শ্রেণিতে ১ম হওয়ার সুবাদে গোল্ড মেডেলপ্রাপ্ত এই কর্মকর্তা নদী উপকূলীয় উপজেলাবাসীর পাশে থেকে তাদের কল্যাণ সাধন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নে সকলের সহযোগিতায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।