কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী হেলাল ও জয়নাল গ্রেপ্তার

119175194_378490303160491_6744719952062532716_n.jpg

আব্দুল্লাহ আল মামুন।।

নোয়াখালী কোম্পানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম এর নেতৃত্বে চরকাঁকড়া ও বসুরহাট ৫ নং ওয়ার্ড থেকে অভিযান চালিয়ে নজরুল ইসলাম হেলাল (৪০) ও কোম্পানীগঞ্জের মাদক কারবারি মরণী এর ভাই জয়নাল আবদীন (৪২) কে গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যাবসায়ীদের থেকে ৬,০০০/- (ছয় হাজার) টাকা মূল্যের ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাইকারী ব্যবসায়ী জয়নাল আবদীন জানায় ফেনী থেকে মাদক ক্রয় করে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করা হয়।

ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, গোপণ তথ্যের ভিত্তিতে দুইটি জায়গায় সকাল ৯টা থেকে অভিযান চালিয়ে দুপুর ২টায় মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেপ্তার করেন । তিনি আরো বলেন নজরুল ইসলাম হেলাল ২টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। এই নিয়ে কোম্পানীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top