কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

NM24.jpg

সাইফুর রহমান মুনির: ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৩১ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী।
মুদি দোকানের মূল্য তালিকা ও লাইসেন্স , মাছ – মাংসে ওজনে কমদেয়া এবং মূল্য তালিকা না থাকায়, সবজি বিক্রেতা,অতিরিক্ত মূল্যে সবজি বিক্রি করায় তাদের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ১৯টি মামলায় ৪৫, ৯০০/-(পঁয়তাল্লিশ হাজার নয় শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে ৭জন মুদি ব্যবসায়ী, ২ জন মাছ ব্যবসায়ী, ৬ জন মাংস ব্যবসায়ী, ২ জন সবজি ব্যবসায়ী, ১জন পোল্ট্রি মুরগি ও একজন লিচু ব্যবসায়ী কে এই জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top