নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জহুরা খাতুন(৯০) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ীর পাশ্ববর্তী ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
নিহত জহুরা খাতুন পাশ্ববর্তী মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তবারক আলী সারেং বাড়ীর মৃত সোনা মিয়ার স্ত্রী।
রবিন নামে স্থানীয় এক কিশোর সকাল ৭টার দিকে গরুর ঘাস কাটতে গেলে ধান ক্ষেতে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমান মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।