কোম্পানীগঞ্জে তারুণ্যের উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

com-taaranna-NM24.jpg

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত যুবককে সহায়তা প্রদান, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তারুণ্যের উৎসব উদযাপন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান ভুঁইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশাররফ হোসাইন, স্বেচ্ছাসেবী সংগঠন জীবন আলোর উপদেষ্টা আবদুর রহিম সোহাগ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top