কোম্পানীগঞ্জে (নোয়াখালী) প্রতিনিধি ।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের খাবারে চেতনা নাশক বিষ মিশিয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মুসল্লি বাড়ির নাজির হুজুরের ঘরে এ ঘটনা ঘটে। পরে ওই পরিবারের ৯ জন সদস্যকে গুরুতর অসুস্থ অবস্থায় রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চোরচক্র শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে সবার অজান্তে তাদের খাবারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে রাত ১১টার দিকে নাজির, তার স্ত্রী এবং তার ছেলে-মেয়ে অচেতন হয়ে পড়েন। এরপর রাত ১২টায় চোরচক্র নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।