কোম্পাানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক নারীসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির মোঃ আবুল কাশেমের ছেলে আবু তাহের (২৪), ৭নং ওয়ার্ডের ঘর পোড়ার বাড়ির মৃত বজলের রহমানের ছেলে মোঃ জয়নাল আবেদীন বাহাদুর (৪০) এবং ফেনীর দাগনভূঁঞা উপজেলার বারাইগুনী গ্রামের শহীদুল ইসলাম মাসুদ প্রকাশ মাসুদ ডাকাতের স্ত্রী কহিনুর আক্তার (৩৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ডাকাত আবু তাহের সোমবার (৩ আগষ্ট) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া পপি নামের এক নারী স্বাক্ষী আদালতে আসামীদের চিহ্নিত করে জবানবন্দি দিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল হক বলেন, গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে চরকাঁকড়ায় ডাকাতির ঘটনার পর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খালেদ ইবনে মালেকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মাহফুজুর রহমানসহ ঘটনার ক্লু উদঘাটন করে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হই।