ফেনী প্রতিনিধি ।।
বুধবার (২৮ জুলাই) ফেনীতে করোনা আক্রান্তু ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও বাকি পাঁচজনই নারী। তারা সবাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। মারা যাওয়াদের মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা চিকিৎসাধীন ছিলেন উপসর্গ নিয়ে।
অপরদিকে ফেনীতে ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১১৩ রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি।