ফেনী জেলা প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জুলফিকুল সিদ্দিকী (৫০) নামে ফেনীর এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুলফিকুল সিদ্দিকী ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকঞ্জুরা গ্রামের মৃত ফরিদুর রহমানের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক জানান, জুলফিকুল সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে ১০-১২ দিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২ জুলাই) তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।