আমেরিকায় কোম্পানীগঞ্জের মেয়ে তাহমিনা তিশা কৃতিত্ব

tisha.jpg

স্টাফ রিপোর্টার ।।

তাহমিনা তিশা আমেরিকার ফ্লোরিডা Embry–Riddle Aeronautical University হতে computer science এ কৃতিত্বের সহিত bachelor degree অর্জন করে বাবা মার মুখ উজ্জ্বল করলো এবং সুন্দর আগামীর আলোকিত পথে বড় একটি ধাপ অতিক্রম করলো। সে আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী তারেক মোহাম্মদ তানভীর হোসেন এর বড় কন্যা।

তাহমিনা তিশার পিতা তারেক মোহাম্মদ তানভীর হোসেন নব্বইয়ের দশকে কোম্পানীগঞ্জ সদর বসুরহাট সরকারী মুজিব কলেজের জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন এবং ১৯৯১ সালে কলেজ সংসদ নির্বাচনে জাসদ ছাত্রলীগের বেলাল তারেক পরিষদের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর নিবাসী মোহাম্মদ নগর তথা মানিকপুরের মানিক তারেক মোহাম্মদ তানভীর হোসেন মানিকপুর হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী মুজিব কলেজে ভর্তি হন এবং ১৯৯৩ সালে ডিগ্রী অর্জন করেন। পরে জগন্নাথ কলেজ থেকে মাস্টাস করেন।

তারেক মাধ্যমিক স্তরেই প্রগতিশীল ছাত্রসংগঠন বৈজ্ঞানিক সমাজন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়ান। পরে মুজিব কলেজসহ কোম্পানীগঞ্জের সেই সময়ের সর্ববৃহৎ ছাত্রসংগঠন জাসদ ছাত্রলীগের নেতৃত্ব দেন। তারেক ৮০ ও ৯০-র দশকে মানিকপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের নামে কর্নেল তাহের স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করে এলাকায় সামাজিক উন্নয়নে কাজ করেন। তারেক একাধিকবার এ সংগঠনের সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। বিনয়ী মার্জিত এই ছাত্রনেতা পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ পর্যন্ত নেতৃত্ব দেন।

পরিবার ও পরিবারের শুভাকাংখীদের সাথে তাহমিনা তিশা

তাহমিনা তিশার একাডেমিক প্রতিষ্ঠান আমেরিকার ফ্লোরিডা Embry–Riddle Aeronautical University-এর Graduation ceremony অনুষ্ঠানে তাহমিনা তিশার বাবা তারেক মা রিনা তারেক ও নিউ ইয়র্ক প্রবাসী আরজু হাজারীসহ পরিবারের শুভাকাংখীদের অনেকেই Graduation ceremony অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

তাহমিনা তিশার এই কৃতিত্বের জন্য তিশার আমেরিকান এয়ার ফোর্সে চাকুরীর দ্বার উম্মোচিত হলো। কেম্পানীগঞ্জবাসী অমেরিকার সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ও কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন এবং কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফাউন্ডেশন তাহমিনা তিশার এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছে।

উল্লেখ্য তারেক মোহাম্মদ তানভীর হোসেন ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়া এবং পরে ২০০৩ সালে বাঙালির স্বপ্নের দেশ আমেরিকা পাড়ি জমান। তার কিছুদিন পর থেকে পরিবারসহ আমেরিকা বসবাস শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top