আমাকে সমর্থন দিন, আমি কোম্পানীগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করবো-ফখরুল ইসলাম

fakrul-parbati.jpg

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।

আমাকে সমর্থন দিন, কোম্পানীগঞ্জকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করতে পারি আমার আশ পাশে কোন সন্ত্রাসী চাঁদাবাজ জায়গা পাবেনা। কোম্পানীগঞ্জ আমার প্রিয় অঞ্চল, যে অঞ্চলে আমার জন্ম ও রাজনীতির ভিত্তি তৈরি হয়েছে। আমি পরিচ্ছন্ন রাজনৈতিক নেতাকর্মী দিয়ে সন্ত্রাসমুক্ত কোম্পানীগঞ্জ গড়বো। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আওয়ামী দুঃশাসন সময়ে নোয়াখালী-৫ আসনে বিএনপিকে মাঠের রাজনীতিতে সক্রিয় রাখতে সাহসী ভূমিকা রাখার কৃতিত্ব নিয়ে আজো সমানতালে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সেই দুঃসময়ের ফখরুল ইসলাম এসব কথা বলেছেন।

২২ মার্চ শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্বে চরপার্বতী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের মরহুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে গত ১৬ বছর রাস্তাঘাটে ডাকাতি, লুটপাট, চাকরি বাণিজ্য, ভর্তি বাণিজ্য, বদলি বাণিজ্যসহ যোগাযোগ মন্ত্রণালয়কে লুটে খেয়েছে শেখ পরিবার আর নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট তথা নোয়াখালী-৫ আসনে লুট করে খেয়েছে ওবায়দুল কাদের ও তার ভাই মির্জা কাদের পরিবার। তার মানে বাংলাদেশকে খেয়েছে শেখ পরিবার, এই এলাকাকে খেয়েছে ওবায়দুল কাদের নামে কাউয়া পরিবার।

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের ও মির্জা কাদের মিলে কোম্পানীগঞ্জকে সন্ত্রাসী জনপদ তৈরি করেছিল। তাদে রসরাসরি নির্দেশে বসুরহাটে ৮টি ছেলেকে গুলি করে হত্যা করেছে। এর জন্য ওবায়দুল কাদের ও মির্জা কাদেরসহ তার পরিবারের বিচার আগে করতে হবে। আমরা তাদের বিচার আগে চাই। তাদের বিচার পূর্বে রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

গত ৫ আগস্টের ছাত্র জনতার জীবনদানের মাধ্যমে হাজার হাজার ছাত্র পঙ্গুত্বের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের পরে নতুন স্বাধীনতা পেয়েছি। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা পঙ্গুত্ববরণ করেছে এখনো চিকিৎসার জন্য হাসপাতালে কাঁতরাচ্ছেন তাদের প্রতিও সমবেদনা জানাই। তাদের সুস্থতা কামনা করি।

আমরা সরকারের কাছে দাবী জানাবো সর্বোচ্চ অগ্রধিকারে ভিত্তিতে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার।আর যারা জীবন দিয়েছে তাদের পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাবো।

আমরা আশা করছি বাংলাদেশ এই বছর নির্বাচনের বছর কিন্তু বাংলাদেশের নির্বাচনকে বিপর্যস্ত করার জন্য বিভিন্ন পর্যায়ের দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ভারতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রয়োজনে আরেকটি ৫ আগস্ট ঘটবে তবুও আমাদের নির্বাচনকে পণ্ড করতে দেবো না।

বিএনপি নেতা ফখরূল ইসলাম বলেন, দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন যতদেরি হবে ষড়যন্ত্রকারীরা ততো ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আমরা সেই সুযোগ দিতে চাই না।

বাংলাদেশে এক লুটেদের বিদায়ের পরে নতুন লুটেদের জন্ম হোক আমরা চাই না, নতুন সন্ত্রাসী তৈরি হোক আমরা তা চাই না, লুটেদের চিরতরে বিদায় করতে চাই,দখল মুক্ত করতে চাই, জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন ও পৌরসভা নির্বাচনে ভালো মানুষকে সমর্থন দিবেন যারা লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, দল বিক্রি করবে না, দলকে নতুন করে বিতর্কিত করবে না।

শান্তির সমাজ পরিবেশ সৃষ্টি করতে পারলে কোম্পানীগঞ্জকে শান্তির জনপদ সৃষ্টি করা যাবে। রাতে ও দিনে নির্বিঘ্নে রাস্তায় হাঁটতে পারবেন চলতে পারবেন তাতে কোন আশঙ্কা থাকবে না। আমাদের দলের নামে (বিএনপি) চাঁদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, দখল বাণিজ্য করলে তাদেরকে কোন ভাবে প্রশ্রয় দেবো না প্রয়োজনে আমরা সবাই মিলে সন্ত্রাসীদের প্রতিহত করবো।

ইফতার পূর্ব আলোচনায় জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন বলেন, দলের দুঃসময়ে শুধু কোম্পানীগঞ্জ কবিরহাট নয়, নোয়াখালী জেলা ও চট্রগ্রাম বিভাগে সকল দলীয় কর্মসূচি বাস্তবায়নে, মামলা হামলার শিকার নেতাকর্মীদের সাহস শক্তি যোগাতে সব ধরনের সহায়তা করেছিলেন আমাদের নেতা ফখরুল ইসলাম। ৫ আগষ্টের পর জনসম্পৃক্ততাহীন নতুন নতুন নেতাদের আবির্ভাব দেখা যাচ্ছে। অতিতে দলের দুঃসময়ে এদের দেখা যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনা আরা বেগম, সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন, লেখক ও কলামিষ্ট লন্ডন প্রবাসী শাহ আলম, চর পার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন,বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, বিএনপি নেতা রহমত উল্যাহ রাজু, চর পার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, মহিলা নেত্রী কামরুন নাহার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রামপুরে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

রামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২১ মার্চ শুক্রবার বিকেলে বামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।  রামপুরের ইফতার মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশ নেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার ইফতার মাহফিলে ফখরুল ইসলাম তার বক্তব্যে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও বর্তমান মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি একটি সভাও করতে পারেনি। তারা জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। চাঁদাবাজির সাম্রাজ্য রক্ষা করতে দলকে প্রশ্নবিদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “পকেট কমিটি গঠনের মাধ্যমে আওয়ামী পুনর্বাসন, সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজ তৈরি করা হচ্ছে। এসব অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

রামপুরের ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো লক্ষনীয়। ইফতার মাহফিলে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে দুর্দিনের ফখরুল ভাই আমরা তোমায় ভুলি নাই। সাধারণ মানুষ রামপুরের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুকনো মরুভূমিতে পানির ছোঁয়া যেমন, তেমনি এই আয়োজন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। নেতাকর্মীরা তাদের আদর্শ অনুসরণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

ফখরুল বলেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত চাঁদাবাজ গোষ্ঠি ও মজলুম জনগোষ্ঠী, আমরা মজলুমের পক্ষে। আমরা মজলুমের পক্ষে আছি এবং থাকবো। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি,দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস করবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে জনগণকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে বলেন।

আওয়ামী ফ্যাসিস্ট লুটেরা গোষ্ঠি পালিয়ে যাবার পর নব্য লুটেরাদের জনগণ দেখতে চায়না। এরা এসব অপকর্ম করে বিএনপির ভাবমুর্তি নষ্ট করছে, তাদের বিষয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,কোম্পানীঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও তারা কোন পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। বর্তমান মেয়াদোত্তীর্ণ এই আহ্বায়ক কমিটি ভালোভাবে একটি সভাও করতে পারেনি। কোনো ইউনিয়নে সম্মেলন ও কমিটিও গঠন করতে পারেনি। জনগনের প্রশংসা অর্জনের পরিবর্তে এসব নেতা নানা অপকর্ম জড়িয়ে সাধারণ জনগণের কাছে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যদিও আমিও ওই মেয়াদোত্তীর্ন কমিটির একজন সদস্য। এ গোষ্ঠি নিজেদের চাঁদাবাজির সাম্রাজ্য রক্ষা করতে পদবাণিজ্য ও পকেট কমিটি করে আওয়ামী পুনর্বাসন, নতুন নতুন সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজ তৈরি হচ্ছে। এদের সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন,জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে,দলের জেলা,বিভাগ ও কেন্দ্রের কাছে দাবি জানাবো অথর্ব মেয়াদোত্তীর্ণ কমিটি অবিলম্বে বিলুপ্ত করে একটি গ্রহণযোগ্য,শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হোক। কোনো ধরনের পদবাণিজ্যের পকেট কমিটি মেনে নেয়া হবেনা বলেও তিনি হুঁশিয়ারি করেন।

রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপ,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, যুবদল নেতা কাঞ্চন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৩ মার্চ রবিবার সিরাজপুর ইউনিয়নে  ঈদ উপহার বিতরণ

সিরাজপুর ইউনিয়ন ২৩ মার্চ রবিবার সকাল ১০ টায় ঈদ উপহার সমগ্রী বিতরণ করা হবে। ঈদ উপহার সমগ্রী বিতরণ অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top