দাগনভূঞা প্রতিনিধি ।।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্র জানিয়েছে দাগনভূঞার কিছু এলকায় আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাগনভূঞাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অত্র এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে আগামী ১৯ জুন সকাল ৮ ঘটিকা হতে বিকাল ১৭:০০ ঘটিকা পর্যন্ত দাগনভূঞা উপকেন্দ্র-১ এর ৪নং ফিডারের আওতায় জগতপুর (আংশিক), দক্ষিণ আলীপুর, দক্ষিণ করিমপুর, বধুচুকানী, নতুন বাজার, বকডুবি বাজার, পোলারহাট, চর পার্বতী, গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সম্মানিত গ্রাহক/ এলাকাবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছপালা কর্তন কাজ করা হবে। এজন্য উক্ত সময়ে উক্ত গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বর্ণিত কাজে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। তবে কাজ শেষ হলে যেকোনো মুহূর্তে লাইন চালু হতে পারে বলে জানিয়েছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।