কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে ভ্রমনে এসে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন পর্যটকের ১জনের লাশ উদ্ধার

Musapur.jpeg

কোম্পানীগঞ্জে (নোয়াখালী) প্রতিনিধি ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম স্বপন(৩৮) নামে ১জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার বাড়ী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে শনিবার সকালে মুছাপুর ক্লোজারে ঘুরতে আসা ২৩ পর্যটকের মধ্যে ৭জন ঝাঁকি জাল দিয়ে শখের বশে নদীতে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে ৩জন তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। উদ্ধার অভিযান চলাকালে বিকাল ৩টা ৪৫মিনিটে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করে।

নিখোঁজ অন্যরা হলেন, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫) এবং দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০) নামে এক ব্যক্তি।

নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক(ডিএডি) নিউটন দাস এ তথ্য নিশ্চিত করে সন্ধ্যায় জানান, এখন (১৫ অগস্ট ৫টা) পর্যন্ত ১জনের লাশ পাওয়া গেছে।  আজকের মত উদ্ধার অভিযান স্থগিত, আগামীকাল (আজ ১৬ আগস্ট রোববার)  আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top