দাগনভূঞা ভূমি বিরোধ, নির্মাণে বাধা

Feni_map-NM24.jpg

দাগনভূঞা প্রতিনিধি ।।

দাগনভূঞা উপজেলা পরিষদ সংলগ্ন ফেনী নোয়াখালী মহাসড়কের পাশে ৩ শতক জায়গা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ৫৭৩ নং উদরাজপুর মৌজায় উক্ত ভূমিতে মৃত ছায়েদুল হকের তিন পুত্র হুমায়ুন কবির,রেজাউল করিম ও জহিরুল হক পৌরসভার অনুমতি ক্রমে নিজেদের দখলীয় জায়গায় আদা পাকা ঘর নির্মাণ করছিলেন। কিন্ত একই এলাকার মৃত নুরুল হকের পুত্র আবু সুফিয়ান একি ভূমি তার দাবী করে বাধা প্রদান করেন এবং দেওয়ানি মামলাও করেন।

মামলর পরিপেক্ষিতে গত ২৮ জুলাই ২০২২ সালে উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজালা পারভীন রুহি নালিশি ভূমি সরজমিনে তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করেন।

তদন্ত রিপোর্ট দেখা যায় হাল ৬৮৬/১০৪১ দাগের নালিশীয় ভূমি ২০১১ সাল থেকে অদ্য প্রর্যন্ত দোকান ঘর ভাড়া দেয়ার মাধ্যমে ছায়েদুল হকের ৩ ছেলে ও ২ মেয়ে অর্থাৎ আবু সুফিয়ানের বিবাদীরা ভোগ দখলে রয়েছেন। এরপরও আবু সফিয়ান বিভিন্ন উপায়ে নানা ধরনের হয়রানি এবং হুমকি দিয়ে যাচ্ছেন বলে ছায়দুল হকের ছেলেরা অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top