কোম্পানীগঞ্জে ফের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি

6ee9f5c1-b7b0-4c1d-8374-3c328103a2cc-2005101539.jpg

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের এক আবুধাবি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌধুরী ডাক্তার বাড়ির আবুধাবি প্রবাসী মিন্টুর ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা, চোখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটে নিয়েছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সেতারা বেগম জানান, রাত ৩টার দিকে হঠাৎ বসত ঘরের সামনের দরজার ছিটকিনি খুলে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে মোবাইল, নগদ ৬ হাজার টাকা, ১ ভরি ৩ আনা স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান দাবি করেন, প্রবাসীর বাড়ি ডাকাতি নয় চুরি হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ভুক্তভোগী গৃহবধূ সেতারা বেগম, ওসির বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, তাদের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এ উপজেলায় গত ২ মাসের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনকহারে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top