কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নূর আহমেদ চৌধরী আর নেই

107429075_3230873360328507_7111644178632420168_n-e1594473393717.jpg

নিজস্ব প্রতিনিধি ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রবীন আওয়ামী লীগ নেতা রামপুর ইউনিয়ন সভাপতি ও রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক বামনী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য  নূর আহমেদ চৌধরী আজ দ্বিপ্রহরে না ফেরার দেশে চলে গেলেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন)। আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করে।আমিন।

নূর আহমেদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচিতি

নূর আহমেদ চৌধুরী, পিতা হাজী মোহাম্মদ সোলাইমান, মাতা হাজী ছাবিদা খাতুন। জন্ম ১৯৪১ সালের ৩০ জুন ৬নং রামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তিনি বামনী স্কুলে লেখাপড়া করেন। ছাত্র অবস্থায় তিনি সামাজিক কাজে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের বাঙালির স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। যৌবনেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কিছুদিন জাহাজে চাকুরী করেন সে সুবাধে চুকানী নামে পরিচিত লাভ করেন। পরে চুকানী চৌধুরী নামে পরিচিতি পায়। আশির দশকে তিনি  কোম্পানীগঞ্জের সীম্যান এসোসিয়েশন গঠন করেন এবং দীর্ঘদিন সীম্যান এসোসিয়েশন-এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বামনী বাজার কমিটির সভাপতি ছিলেন। জনাব নূর আহমেদ চৌধুরী তার কর্মকান্ডে ব্যাপক সামাজিক পরিচিতি লাভ করেন এবং সমাজসেবক হিসেবে রামপুর জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি ১৯৯২ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৯৯৮ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাহার মেয়াদকালে বামনী কলেজ প্রতিষ্ঠিত হয়। বামনী কলেজে তার অবদান সর্বজনস্বীকৃত। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর নিকট পরাজয় বরণ করেন। তবে নির্বাচন উত্তর দলের ইউনিয়ন সম্মেলনে দলের সভাপতির দায়িত্ব পান। তিনি ১৯৫৭ সালে বিয়ে করেন। আজ ১১ জুলাই ২০২০ দ্বিপ্রহরেে সময় রামপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top